Translate

Introducing WordPress



ওয়ার্ডপ্রেস এর পরিচিতিঃ



আজকে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু আলোচনা করবো। তাহলে চলুন দেখি ওয়ার্ডপ্রেস কি ???

সহজভাবে বলতে গেলে ওয়ার্ডপ্রেস হচ্ছে এক ধরণের ওয়েব এপ্লিকেশন যেটিকে আমরা আমাদের ওয়েবসাইট এ ইনস্টল করি। ইনস্টল কিভাবে করি ? সেটি হচ্ছে আমাদের হোস্টিং এ ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলোকে আপলোড করে তারপর সেটিকে আমাদের ডাটাবেস এর সাথে কানেক্ট করে দেই এরপর আমরা ওয়ার্ডপ্রেস এ লগইন করে আমাদের কাঙ্খিত ওয়েবসাইটটি তৈরী করে ফেলি।


ব্যাপকভাবে বলা যায় ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সি.এম.এস. যার ফুল মিনিংস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে প্রশ্ন আশে যে কন্টেন্ট কি? হ্যা কন্টেন্ট হচ্ছে কোন কিছু তৈরি করার প্রয়োজনীয় উপাদান। যেমন ধরেন একটি বাড়ি তৈরী করতে কি কি উপাদান এর দরকার হয়- ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি। তাহলে বাড়ি তৈরীর উপাদান হচ্ছে এগুলো। আর এই উপাদানগুলোকে কিভাবে কি করতে হবে তা ব্যবস্থা করাই হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ওয়েবসাইট তৈরী করার জন্য আমাদের দরকার হয়- টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি উপাদান। আর এই উপাদানের সমন্বয়ে তৈরী হয় একটি ওয়েবসাইট। আমরা যখন একটি  ওয়েবসাইট তৈরী করি তখন আমাদের বিভিন্ন ধরণের কোডিং নলেজ এর প্রয়োজন হয়, যেমনঃ এইচ.টি.এম.এল. , সি.এস.এস. , জাভাস্ক্রিপ্ট , জেকুয়েরি , বুটস্প্র্যাপ , রেস্পন্সিভ ডিজাইন কনসেপ্ট , পি.এইচ.পি. , মাই এস.কিউ.এল. ইত্যাদি আরো নানা রকম ল্যাংগুয়েজ । আর আমরা এই সি.এম.এস. টি ব্যবহার করে কোনো কোডিং নলেজ ছাড়াই খুব কম সময়ে এবং কম পরিশ্রমে তৈরী করে ফেলি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট এর বিভিন্ন উপাদানকে সুন্দরভাবে সাজানোর কাজ করে থাকি এই সি.এম.এস. বা ওয়ার্ডপ্রেস ব্যবহার এর মাধ্যমে। যা কোডিং করে করতে গেলে অনেক সময় ও শ্রমের প্রয়োজন হয়।

ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা কেমন ?


ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েবসাইট তৈরীর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম বা সি.এম.এস.। কারন সারা বিশ্বে প্রায় ৩৩.৬% ওয়েবসাইট তৈরী করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার এর মাধ্যমে এবং দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েই  চলেছে। আর একটি বিষয় হচ্ছে এই সি.এম.এস. ব্যবহার করে আমরা যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরী করে ফেলতে পারি খুব সহজে। যেমনঃ ব্লগিং সাইট, ই-কমার্স সাইট, নিউসপেপার সাইট, পোর্টফোলিও সাইট ইত্যাদি নানা রকম সাইট। ওয়ার্ডপ্রেস ছাড়াও অনেক রকম সি.এম.এস. রয়েছে। যেমনঃ জুমলা, দ্রুপাল, মেজেন্টো, শপিফাই, স্কয়ারস্পেস, প্রেসটাশপ, উইক্স, ব্লগার, টাইপো থ্রি ইত্যাদি বহুল  পরিচিত সি.এম.এস.। বর্তমানে অন্য সকল সি.এম.এস. এর মধ্যে প্রায় ৫২% ওয়েবসাইট তৈরী করা হয় এই সি.এম.এস. বা ওয়ার্ডপ্রেস এর ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তার একটি অন্যতম কারণ হচ্ছে, এই সি.এম.এস টি ব্যবহার করে যে ওয়েবসাইটগুলো তৈরী করে থাকি সেগুলো গুগলে রেঙ্কিং পাওয়ার জন্য আমাদের এস.ই.ও. এর কাজ করতে হয়। আর এই এস.ই.ও. করার জন্য আমাদের সাইটগুলোকে গুগলে ইনডেক্স করতে হয় যা গুগল অনেকটা নিজের থেকেই করে দেয়। এছাড়াও আমরা কোনো পোস্ট ক্রিয়েট করলে তা মেনুয়ালিভাবে ইনডেক্স করতে পারি মেটা ট্যাগ ব্যবহারের মাধ্যমে। এছাড়াও ওয়ার্ডপ্রেস এমন একটি সি.এম.এস. যা ব্যবহার করে একজন ইউসার খুব সহজে ও খুব কম সময়ে একটি সুন্দর আকর্ষণীয় ওয়েবসাইট তৈরী করতে পারে। যা আমরা প্রোগ্রামিং বা কোডিং করে করতে গেলে অনেক সময় ও পরিশ্রম করতে হতো। ইত্যাদি নানা রকম সুবিধা থাকায় এই সি.এম.এস. টি ব্যবহার করে থাকে বিশ্বের অনেক ভালো ভালো কোম্পানি।

ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট কয়টি ?


ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট মূলত দুইটি।  একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এবং আর একটি
হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। তাহলে দুইটি সাইটের মধ্যে পার্থক্য কোথায় ? পার্থক্যটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট
ওআরজি এবং ডট কম এর মধ্যে। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হচ্ছে পুরোপুরি আপনার নিজের অধীন একটি
সাইট। যেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস এর আপডেট ভার্সন ফাইলগুলো ডাউনলোড করে আপনার লোকাল
সার্ভারে অথবা প্রিমিয়াম সার্ভারে আপলোড দিয়ে ওয়েবসাইট তৈরী করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস ডট কম
হচ্ছে ফ্রি হোস্টেড এবং প্রিমিয়াম হোস্টেড একটি সাইট। যেখানে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরী করতে
পারবেন আবার প্রিমিয়াম ভাবেও ওয়েবসাইট তৈরী করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস সি.এম.এস. টি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিয়ে তৈরী???

ওয়ার্ডপ্রেস সি.এম.এস. টি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- পি.এইচ.পি. এবং ডাটাবেস ল্যাঙ্গুয়েজ মাই এস.কিউ.এল. দিয়ে তৈরী। অর্থাৎ এই দুটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়ার্ডপ্রেস সি.এম.এস. টি তৈরী করা হয়েছে। ওয়ার্ডপ্রেস এর ব্যাকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পি.এইচ.পি. এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এই ল্যাঙ্গুয়েজ গুলো ওয়েবসাইট এর তথ্য সংরক্ষণ ও সংগঠিত করতে ডাটাবেস এর সাথে যোগাযোগ করে।

ওয়ার্ডপ্রেস এ যে ল্যাংগুয়েজ গুলো  ব্যবহার হয় তা নিম্নরূপঃ

ওয়ার্ডপ্রেস এ ব্যবহার হয় তার মধ্যে প্রথম দুইটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচ.টি.এম.এল. , সি.এস.এস.। আর এছাড়া এটি পি.এইচ.পি. অথবা জাভাস্ক্রিপ্ট ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরী করা যায়। মূলত একটি ওয়েবসাইটকে সুন্দর করতে ব্যবহার হয় এইচ.টি.এম.এল. আর সি.এস.এস.। তারপর সেই স্ট্যাটিক ওয়েব পেজটিকে ইন্টারেক্টিভ করতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। আর ওয়ার্ডপ্রেস সি.এম.এস. টি পি.এইচ.পি. ও মাই এস.কিউ.এল. এই দুইটি ল্যাংগুয়েজ দিয়ে তৈরী হয়েছে।

ওয়ার্ডপ্রেসকে আমরা এক ধরণের ট্রান্সলেটর ও বলতে পারি !!!

কারণ আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে ওয়েবসাইট গুলো তৈরী করে থাকি, তার জন্য আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানতে হয় না। আমরা যে দেশের ভাষাই ব্যবহার করি না কেন তা ওয়ার্ডপ্রেস তার নিজের মত করে কোডিং এ কনভার্ট করে নেয়। যেমনঃ আমরা বাংলাদেশের মানুষ সাধারণত ইংরেজি ভাষায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এবং তার মধ্যে ইংরেজিতে পোস্ট লিখি ও অন্যান্য কাজ করে থাকি। এছাড়াও অন্যান্য দেশের মানুষ তাদের ভাষায় (আরবী, ফারসি, হিন্দি, স্প্যানিশ ইত্যাদি) ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তা নিজেদের ভাষায় পোস্ট লিখে থাকে যা ওয়ার্ডপ্রেস তার মেশিন এর ভাষায় কনভার্ট করে নেয়। ওয়ার্ডপ্রেসে বাই-ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে। আমরা বিভিন্নভাবে অন্যান্য ভাষা ইনস্টল করে ব্যবহার করতে পারি। অতএব আমরা যে যে ভাষাতেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করি ওয়ার্ডপ্রেস আমাদের দেয়া তথ্যগুলো কোডিং ভাষায় করভার্ট করে নেয়। তাই বলা যায় ওয়ার্ডপ্রেস একটি ট্রান্সলেটর ও !

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী কিছু জনপ্রিয় ওয়েবসাইট এর তালিকা নিম্নরূপঃ
  • TechCrunch.
  • The New Yorker.
  • BBC America.
  • Bloomberg Professional.
  • The Official Star Wars Blog.
  • Variety.
  • Sony Music.
  • MTV News.
  • Blogs.microsoft.com
  • OptinMonster
  • WPForms
  • Harvard University Gazette
  • Time.com
  • Microsoft News Center
  • Bata
  • cPanel Blog
  • Facebook Newsroom
  • The Mozilla Blog

এগুলো ছাড়াও আরো অনেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী।

বিভিন্ন মার্কেটপ্লেসে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন ?

বর্তমানে ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সি.এম.এস. (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। দিন দিন আমরা যতই আধুনিক হচ্ছি ততই ওয়েবসাইটের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছি। আর বর্তমানে বেশির ভাগ ওয়েবসাইট এই সি.এম.এস. টি ব্যবহার করে তৈরী করা হয়। যার ফলে এর চাহিদার কথা বলে শেষ করা যাবে না। আপনি যদি একটু অনলাইন মার্কেটপ্লেস যেমনঃ আপওয়ার্ক , ফাইভার , ফ্রীলাসার ইত্যাদিতে ভিসিট করেন তাহলেই বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস অনলাইন জগতের কতটুকু জায়গা দখল করে আছে। বহুল পরিচিত যে মার্কেটপ্লেস গুলোতে আপনি ভিসিট করে দেখতে পারেন। যেমনঃ আপওয়ার্ক , ফাইভার , ফ্রীলাসার , পিপল পার আওয়ার  ইত্যাদি।

[ বিঃদ্রঃ উপরোক্ত আলোচনায় যদি কোনো ভুল থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং   আশাকরি সেটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]

“সমাপ্ত”

Post a Comment

0 Comments