Translate

Introducing CPA Marketing



সিপিএ মার্কেটিং এর পরিচিতিঃ

  • CPA এর পূর্ণরূপ হচ্ছে Cost Per Action. অর্থাৎ আপনি যদি কোন একটি একশন ফুলফিল করেন বা কোনো একটি লিংক প্রমোট করেন তার বিনিময়ে মার্কেটপ্লেস আপনাকে একটি নির্দিষ্ট পরিমান ডলার দিবে। আসলে এটিই হচ্ছে CPA Marketing.
  • ব্যাপক অর্থে বলা যায় যে, সিপিএ মার্কেটিং হচ্ছে একটি নতুন এডভার্টাইসিং মডেল যেখানে নির্দিষ্ট কিছু কাজের বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন। সিপিএ মার্কেটিং এ খুব ছোট ছোট কাজ থাকে। যেমনঃ রেজিস্ট্রেশন করা, ই-মেইল সাবমিট করা, পিন সাবমিট করা, জিপ কোড সাবমিট করা, ডাউনলোড করা ইত্যাদি ধরণের ছোট ছোট কাজ গুলো আমাদের করতে হবে। আপনি যখন এই একশন গুলো ফুলফিল করবেন তার বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন।
  • একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরুন আপনি একটি সিপিএ নেটওয়ার্ক থেকে একটি ই-মেইল সাবমিট এর অফার চয়েস করলেন তারপর ওই অফারটি নিয়ে আপনি মার্কেটিং করলেন, আর ওই মার্কেটিং এর ফলে আপনার ওই লিংকে ক্লিক করে কেউ যদি তার ওই ই-মেইলটি সাবমিট করে, তাহলে তার বিনিময়ে আপনি ডলার আর্ন করতে পারবেন। আসলে এই ধরণের ছোট ছোট কাজ গুলোই সিপিএ মার্কেটিং এ থাকে।
  • আমাদের এই সিপিএ মার্কেটিং করার জন্যে প্রথমত একটি  সিপিএ মার্কেটিং এর অফার প্রদানকারী ওয়েবসাইট বা সিপিএ নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হতে হবে। এটি আপনি একটু গুগল এ সার্চ দিলেই কিছু বেস্ট সাইট পাবেন। যেগুলো আপনাকে তাদের কিছু লিংক প্রোমোট করার অফার দিবে। সেই লিংক গুলো আপনাকে তারা কিছু নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে দিবে যে এই লিংক গুলো শুধু আমেরিকান কেউ ক্লিক করলেই আপনি নির্দিষ্ট পরিমান ডলার অর্জন করতে পারবেন। তখন আপনাকে ওই লিংক শুধু সেই সকল সাইট এ প্রমোট করতে হবে যেখানে আমেরিকানরা ভিসিট করে এবং সেই লিংক এ ক্লিক করে।  অন্যথায় আপনি যদি ওই লিংক এমন কোথাও প্রমোট করেন যেখানে কোনো আমেরিকান ব্যক্তি ভিসিট করে না, তাহলেতো আপনি আর সেই লিংক থেকে কোনো আর্নিংস করতে পারবেন না। এমনকি ওই লিংক এ যদি অন্য দেশের কেউ ক্লিক করে তাহলে আপনার একাউন্ট টি ব্যান্ড ও হতে পারে অর্থাৎ বন্ধ করে দিতে পারে।
  • সিপিএ মার্কেটিং এর জন্য অনেক ধরণের ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে কিছু ওয়েব এড্রেস হচ্ছে -
  1. www.maxbounty.com
  2. www.performcb.com
  3. www.peerfly.com
  4. www.affiliate.cpamatica.io/login
  5. www.clickdealer.com
  6. www.cpagrip.com
  7. www.offervault.com
  8. www.cpalead.com
  9. www.cpalead.com
  10. www.cpafull.com
ইত্যাদি আরো অনেক গুলো সাইট রয়েছে সিপিএ মার্কেটিং এর জন্য।

  • সিপিএ মার্কেটিং প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে। চলুন দেখি সিপিএ মার্কেটিং এর কাজ করার প্রক্রিয়াটি -
 সিপিএ মার্কেটিং করতে হলে আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট থাকতে হবে অথবা সোশ্যাল মিডিয়াতে একাউন্ট থাকতে হবে, যেমন- ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটউব চ্যানেল ইত্যাদি। যেখানে আমাদের অনেক বন্ধু-বান্ধব অথবা ফ্যান-ফলোয়ার থাকতে পারে, সেখানে আপনি আপনার সিপিএ লিংকটি শেয়ার করতে পারেন।  আর যখন কোনো ভিসিটর ওই লিংকে ক্লিক করে ল্যান্ডিং পেজ এ গিয়ে যখন কোনো অ্যাকশন কমপ্লিট করবে তখন আমরা একটি নির্দিষ্ট পরিমান কমিশন পাওয়া যাবে। সিপিএ মার্কেটিং হচ্ছে একটি বিজনেস তাই আপনাকে একটু ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে। সিপিএ মার্কেটিং এর কাজের অন্যতম বৈশিষ্ট হচ্ছে এই কাজে কোনো প্রকার আর্নিংস এর সীমাবদ্ধতা নেই। আপনি আনলিমিটেড
পরিমান আর্নিং করা সম্ভব। আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে
পারবেন। বাংলাদেশ থেকে আমরা সাধারণত আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড,
মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কেন্দ্রীক সিপিএ মার্কেটিং করে থাকি। আমাদের প্রথমত
কোনো একটি সিপিএ নেটওয়ার্ক এ আমাদের একটি একাউন্ট করতে হবে তারপর সেই সাইট
এর অফার টুলস এ ক্লিক করবো, তারপর মাই অফারস এ ক্লিক করতে হবে সেখান থেকে
ইউ.এস কান্ট্রি সিলেক্ট করতে হবে। কারণ ইউ.এস এর লিংক প্রমোট করতে পারলে অন্য
কান্ট্রির তুলনায় একটু বেশি ইনকাম করা সম্ভব। তারপর আমাদের সামনে যে পেজটি শো
করবে সেখান থেকে অফার অফারগুলো দেখে দেখে সিলেক্ট করতে হবে যদি যে কোন
অফারটি ডেস্কটপ আর মোবাইল উভয়ই সাপোর্ট করে আমরা সেই অফারটি সিলেক্ট করবো।
এখন তারা একটি ইউনিক লিংক দিবে যা আমরা প্রোমোট করবো এবং কাঙ্খিত পরিমান আর্নিংস পেতে সক্ষম হব।


  • সিপিএ এবং এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য-
আমরা  উপরোক্ত  আলোচনায়  দেখেছি যে সিপিএ  মার্কেটিং কি ?

সিপিএ মার্কেটিং হচ্ছে কোনো ভিসিটর যদি আপনার ইউনিক লিংক এ ক্লিক করে ল্যান্ডিং
পেজ এ যায় এবং কোনো লিংক এ ক্লিক করে তবে আপনার একটি কমিশন এড হবে তেমনি
ভাবে ভিসিটর যতগুলো ক্লিক করবে আপনার তত পরিমান কমিশন পাবেন।

আর এফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত সিপিএ লিংক এর মতোই এফিলিয়েট লিংক প্রমোট
করতে হবে কিন্তু এখানে যদি কোনো ভিসিটর লিংক এ ক্লিক করে তাহলে আপনি কোনো
কমিশন পাবেননা। এখানে শুধু ভিসিটর যদি লিংক এর মাদ্ধমে কোনো প্রোডাক্ট ক্রয় করে
তাহলেই শুধু কমিশন পাওয়া যাবে। এই হচ্ছে সিপিএ এবং এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে
পার্থক্য।
  • নতুনদের জন্য সিপিএ মার্কেটিং এর কিছু গাইডলাইন-
আমরা যারা সিপিএ মার্কেটিং এ নতুন তারা বেশির ভাগ যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে
অনলাইন এ যে বড় বড় মার্কেটপ্লেস বা এডভান্স লেভেলের মার্কেটপ্লেস যেগুলো রয়েছে
সেগুলোতে প্রথমে চেষ্টা করি।
কিছু এডভান্স লেভেলের মার্কেটপ্লেস।  যেমন-
  1. www.maxbounty.com
  2. www.peerfly.com
ইত্যাদি এই ধরণের মার্কেটপ্লেস গুলো অনেক বেশি প্রফেশনাল লেভেলের সিপিএ
মার্কেটারদের জন্য সুইট্যাবল। তারা তাদের দক্ষতা ও কাজের পারফরমেন্সকে কাজে লাগিয়ে
এইসকল মার্কেটপ্লেস এ কাজ করতে সক্ষম হয়। এই ধরণের মার্কেটপ্লেস গুলোতে কাজ
করতে হলে প্রথমে তাদের সাইট এ একাউন্ট এপরুভ করতে হয়। আর এই একাউন্ট এপরুভ
করতে হলে অনেক ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন
হতে হয়। আর ইন্টারভিউতে যদি ভালো পারফরমেন্স দেখানো যায় তবেই তারা একাউন
এপরুভ করে দেয়। তাই আমরা যারা নতুন তাদের উচিত ছোট ছোট মার্কেটপ্লেস গুলোতে
কাজ করে কিছু অভিজ্ঞতা অর্জন করে তারপর এডভান্স লেভেলের মার্কেটপ্লেস এ যাওয়া।
কিছু বিগিনার লেভেলের মার্কেটপ্লেস।  যেমন-
  1. www.cpafull.com
  2. www.cpalead.com
  3. www.cpagrip.com
ইত্যাদি এই ধরণের মার্কেটপ্লেস গুলো নতুনদের কাজ করার জন্য পারফেক্ট। কারণ এখানে
কোনো একাউন্ট এপরুভ করার কোনো ঝামেলা নেই। আপনি আপনার পছন্দ মত অফার
গুলো নিয়ে মার্কেটিং করতে পারবেন।
  • পেমেন্ট সিস্টেম এর কিছু ধারণা -
এক এক মার্কেটপ্লেস এক এক সিস্টেম এ পেমেন্ট দেয়। যেমন-কোনো মার্কেটপ্লেস সাত দিন
পরে দেয়, কোনো মার্কেটপ্লেস পনেরো দিন পরে দেয়, কোনো মার্কেটপ্লেস এক মাস পরে
দেয়। এটা হচ্ছে আসলে মার্কেটপ্লেস এর ব্যাপার। তাহলে আপনারা যখন কাজ করবেন তখন
দেখে নিবেন যে ঐ মার্কেটপ্লেস এ আসলে কত দিন পর পর পেমেন্ট দেয় এবং সর্বনিম্ন কত
ডলার হলে পেমেন্ট দেয়। আর এই সমস্ত মার্কেটপ্লেস থেকে পেমেন্ট তুলতে হলে আপনাকে
অবশ্যই পেপাল অথবা পেওনিয়ার একাউন্ট থাকতে হবে। অথবা আপনি যদি চান সরাসরি
ব্যাংক ট্রান্সফার এর মাদ্ধমেও পেমেন্ট তুলতে পারবেন। তবে পেপাল যেহেতু বাংলাদেশে
সাপোর্ট করে না তাই আপনারা পেওনিয়ার একাউন্ট দিয়ে আপনি পেমেন্ট ব্যাংকে ট্রান্সফার
করতে পারবেন। আর পেওনিয়ার একাউন্ট করা খুবই সহজ আপনি ইউটিউব এ সার্চ করলেই
অনেক ভিডিও টিউটোরিয়াল দেখে পেওনিয়ার এ এপলাই করতে পারবেন। এপলাই করার এক
মাসের মধ্যে আপনি মাস্টার কার্ড পেয়ে যাবেন। তারপর আপনি ঐ মাস্টার কার্ড এর মাধ্যমে
আপনি যেকোনো মার্কেটপ্লেস থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন।

[ বিঃদ্রঃ উপরোক্ত আলোচনায় যদি কোনো ভুল থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং   আশাকরি সেটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]

“সমাপ্ত”

Post a Comment

0 Comments